ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মাশরাফিকে ‘নৌকার মাঝি’ বানানোর খবরে মিষ্টি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
মাশরাফিকে ‘নৌকার মাঝি’ বানানোর খবরে মিষ্টি বিতরণ স্বেচ্ছাসেবক লীগের মিষ্টি বিতরণ। ছবি: বাংলানিউজ

নড়াইল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য নড়াইল-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ‘মনোনয়ন পেয়েছেন’ দাবি করে জনসাধারণের মাঝে মিষ্টি বিলিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। 

বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে এ মিষ্টি বিতরণ করা হয়।  

এ সময় মাশরাফির পক্ষে সবাইকে কাজ করার অনুরোধ জানানো হয়।


 
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজ মাহমুদ মিশাম, সদস্য সচিব নুরুজ্জামান নান্নু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ