ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

একরামুলকে দেখতে হাসপাতালে কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
একরামুলকে দেখতে হাসপাতালে কাদের

ঢাকা: সংসদ সদস্য একরামুল ক‌রিম চৌধুরীকে দেখতে হাসপাতালে ‌গিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ‌তিন‌দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চি‌কিৎসাধীন রয়েছেন একরামুল।

শুক্রবার (২৩ নভেম্বর) গুলশানের ইউনাইটে‌ড হাসপাতালে গিয়ে এমপি একরামুলের সঙ্গে একান্তে কিছুক্ষণ বলেন এবং চি‌কিৎসার খোঁজ খবর নেন সেতুমন্ত্রী।

দুইবারেরর এম‌পি একরামুল এবারের নির্বাচনেও নোয়াখালী-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

মনোনয়নের ব্যাপারে তাকে এরই মধ্যে দলের পক্ষ থেকে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একরামুল তার নির্বাচনী এলাকায় সফরত ছিলেন। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে নোয়াখালী হাসপাতালে ও পরে সেখান থেকে হে‌লিকপ্টারে ঢাকায় ইউনাইটেডে আনা হয়।

এম‌পি ছেলে শাবাব চৌধুরী জানান, তার বাবার অবস্থা উন্ন‌তির দিকে। সুস্থ হয়ে তিনি এলাকায় ফিরবেন।

ওবায়দুল কাদের ছাড়াও স্থানীয় রাজনীতিবিদরা তাকে দে‌খতে এসে‌ছিলেন। এছাড়া বিকল্পধারার মহাস‌চিব আব্দুল মান্নানও তাকে বুধবার হাসপাতালে এসে দেখে গিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ