ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আওয়ামী লীগের নারী প্রার্থী যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
আওয়ামী লীগের নারী প্রার্থী যারা

ঢাকা: দেশের বিভিন্ন জেলার সংসদীয় আসনে দলীয় মনোনয়ন দিয়ে প্রার্থীদের চিঠি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৩০ টি আসনে মনোনয়ন দিচ্ছে দলটি। 

রোববার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।  
 
মনোনয়ন দিয়ে দেওয়া চিঠি অনুযায়ী, এ পর্যন্ত ১৬টি আসনে নারীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে নির্বাচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আরও পড়ুন>> সিলেট বিভাগের নৌকার টিকিট পেলেন যারা

এছাড়া মতিয়া চৌধুরী (শেরপুর-২), অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮) ডা. দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সেলিমা আহমাদ (কুমিল্লা-২) ও শাহীন আকতার চৌধুরীকে (কক্সবাজার-৪) মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।  
প্রার্থিতা ঘোষণা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৩০০ আসনের মধ্যে আজ (রোববার) ২৩০ টির মতো আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে।  

সোমবার (২৬  নভেম্বর) জোটগত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ