ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জোর করে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই: ভূমিমন্ত্রী 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
জোর করে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই: ভূমিমন্ত্রী  সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু। ছবি: বাংরানিউন

ঈশ্বরদী (পাবনা): পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু বলেছেন, মানুষের কাছ থেকে ভোট নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে জিততে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চেয়ে ভোটের লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। ভোটে জেতা ছাড়া, জোর করে বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

পাবনা-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে ফিরে মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় ঈশ্বরদী শহরের শেরশাহ রোড এলাকার নবাব আলীবর্দী সড়কের নিজ বাসার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তার আগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপজেলার মুলাডুলি ইউনিয়ন থেকে শুরু করে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মোটরসাইকেল বহর নিয়ে এসে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে শামসুর রহমানকে।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলায় আজ উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সামাজিক শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শামসুর রহমান বলেন, ‘জোর করে ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। পুনরায় ক্ষমতায় আসতে হলে ভোটে জিতে আসতে হবে। সেই ভোটটি কার? ভোটটি আপনার বাবার, আপনার মার, ভোটটি আপনার আত্মীয়-স্বজনের, পাড়া প্রতিবেশীর, কৃষকের, শ্রমিকের, দিনমজুরের ব্যবসায়ীর, সমাজের প্রতিটি শ্রেণী-পেশাসহ শ্রমজীবী মানুষের। তাই আজকের শপথ হবে ভোটের লড়াইয়ে সম্মানজনক বিজয়। বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাওয়া ছাড়া জয়লাভ করা সম্ভব না। ’ 

এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির আলী হিরু উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রনি প্রমুখ।

এছাড়াও ঈশ্বরদী আটঘরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার (২৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মনোনয়নপত্র দাখিল করা কথ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ