ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আচরণবিধি জানেন না ফজলে নূর তাপস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
আচরণবিধি জানেন না ফজলে নূর তাপস! মনোনয়নপত্র জমা দিচ্ছেন শেখ ফজলে নূর তাপস | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ‘শোডাউন’ দিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না, নির্বাচন কমিশনের এমন বিধি থাকলেও দলীয় নেতা-কর্মীদের নিয়েই মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

দলীয় শোডাউন নিয়ে মনোনয়ন দাখিল করা যাবে না, নির্বাচন কমিশনের এমন বিধি থাকলেও নেতা-কর্মীদের নিয়েই এসেছেন, এটা আচরণবিধির মধ্যে পড়ে কিনা? এমন প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচনের মূল উৎস আমার জনগণ, তারা আসবেন।

তবে আচরনবিধির বিষয়ে আমার জানা নেই। তাছাড়া আমার আসনের চারটি থানা, ছয়টি ওয়ার্ড থেকে শুধু নেতারা এসেছেন।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য কোনো পরিবেশ নষ্ট হয়নি। আশা করি, সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। ২০১৪ সালে আমি প্রস্তুত ছিলাম কিন্তু আমার আসনের প্রার্থী শেষ দিনে প্রত্যাহার করায় বিনা ভোটে নির্বাচিত হই। এবার একটা প্রতিদ্বন্দ্বিতা হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ইএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ