ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘আমি নগর নেতা, তাই লোকজন বেশি এসেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
‘আমি নগর নেতা, তাই লোকজন বেশি এসেছে’ মনোনয়নপত্র জমা দিচ্ছেন এ কে এম রহমত উল্লাহ | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: নির্বাচন কমিশনের বিধি-নিষেধ উপেক্ষা করেই দলীয় নেতা-কর্মী নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সবচেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করতে দেখা গেছে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের।

বুধবার (২৮ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসব চিত্র দেখা গেছে। এদিন দুপুর ১২টার দিকে ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র দাখিল করতে আসেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ।

বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করতে আসা আচরণবিধি লঙ্ঘন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি নগর নেতা, আমার এখানে ৮টি সংসদীয় আসন। তাই লোকজন বেশি এসেছে। তবে বাসা থেকে আসার সময় আমার সঙ্গে পাঁচজন ছিলো, পরে লোক বেশি হলে আমার কিছু করার নেই।

একইভাবে ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১৩ আসনের প্রার্থী সাদেক খান, ঢাকা-১৪ আসনের প্রার্থীর আসলামুল হক, ঢাকা-১২ আসনের প্রার্থী সাহারা খাতুন, ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ফয়সাল চিশতি বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৩৭ জন প্রার্থী ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ইএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ