ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কিশোরগঞ্জ-৪: রাষ্ট্রপতির ছেলে তৌফিকের মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
কিশোরগঞ্জ-৪: রাষ্ট্রপতির ছেলে তৌফিকের মনোনয়নপত্র দাখিল মনোনয়নপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির বড় ছেলে ও বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। ছবি-বাংলানিউজ

কিশোরগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির বড় ছেলে ও বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। 

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।  

এসময় মনোয়নয়পত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ