ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মনোনয়ন জমা ফিরোজ রশিদের, তবে...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মনোনয়ন জমা ফিরোজ রশিদের, তবে... সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কাজী ফিরোজ রশিদ, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: নির্বাচনী আচরণবিধি অমান্য করে বড় শোডাউন নিয়ে এসে মনোনয়ন দাখিল করেছেন কাজী ফিরোজ রশিদ। তবে শোডাউনে আসা নেতাকর্মীরা তার হয়ে আসেননি বলে দাবি করেন তিনি নিজেই।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এসময় কাজী ফিরোজ রশিদ বলেন, এখন জনগণ আর সন্ত্রাস চায় না।

নিরাপদে থাকতে চায়। তাই আবার আওয়ামী লীগ সরকারকে তারা ক্ষমতায় দেখতে চায়। জনগণ শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনবে এই প্রত্যাশা আমাদের।

দলীয় নেতাকর্মীদের নিয়ে এসে মনোনয়ন দাখিল আচরণ বিধি লঙ্ঘন কি-না জানতে চাইলে তিনি এড়িয়ে যান। পরে একই প্রশ্ন আবার করা হলে তিনি নিজ কর্মীদের অস্বীকার করে বলেন, এরা আমার কর্মী না। আমি পাঁচজনকে নিয়ে মনোনয়ন দাখিল করতে এসেছি।

এরশাদ অসুস্থ বিষয়ে তিনি বলেন, তিনি এখন সুস্থ আছেন। তিনি আর সিঙ্গাপুর চিকিৎসার জন্য যাবেন না। আগামীকালের মধ্যে বাসায় ফিরবেন আশা করছি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮ 
ইএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ