ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সোবহান গোলাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সোবহান গোলাপ মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুস সোবহান গোলাপ। ছবি-বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর-৩ (সদরের একাংশ ও কালকিনি) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. আব্দুস সোবহান গোলাপ।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আওলাদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এনায়েত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিনসহ আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ