ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ষড়যন্ত্রকারীরা ফেনীর আ’লীগকে অস্থিতিশীল করতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
ষড়যন্ত্রকারীরা ফেনীর আ’লীগকে অস্থিতিশীল করতে চায় সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিন বলেছেন, যারা এক সময় ফেনীকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলো আজ তারা ষড়যন্ত্রে মেতেছে ফেনীর ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে অস্থিতিশীল করতে।

শনিবার (০৮ ডিসেম্বর) বিকেলে পৌর মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন। ফেনী পৌরসভা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সভায় লিখিত বক্তব্যে মেয়র হাজী আলাউদ্দিন বলেন, গত ২৯ নভেম্বর রাতে পৌরসভার অর্থায়নে নির্মিত প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রতিকৃতিতে সাদা রং স্প্রে করে ঢেকে দেয়। খবরটি সংবাদপত্রে প্রকাশিত হলে পৌরসভার পক্ষ থেকে প্রতিকৃতিটি পরিস্কার করে আগের অবস্থানে নিয়ে আসে। এ ঘটনায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। ফেনীকে এক সময়ে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা বিভিন্ন প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফেনীর ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ফেনীকে বিগত সময়ে শান্তিময় রেখে জেলায় ব্যাপক উন্নয়ন করেছে। বিএনপির নেতা কর্মীরা মিথ্যা অভিযোগ করে জনমনে ভিভ্রান্তি ছড়াচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সহ-সভাপতি খায়রুল বাশার মজমুদার তপন, মাস্টার আলী হায়দার, দপ্তর সম্পাদক একেএম শহীদ উল্যাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, লুৎফুর রহমান খোকন হাজারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ