ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নিজাম হাজারীর প্রচারণায় নাছির-নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
নিজাম হাজারীর প্রচারণায় নাছির-নাসিম নিজাম হাজারীর পক্ষে নির্বাচনী প্রচারণা

ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী প্রচারণায় নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির ও ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। 

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ের সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিয়ে তারা নিজাম হাজারীর পক্ষে ভোট চেয়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান চৌধুরী কায়েসের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটির মেয়র আ জ ম নাছির, বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন চৌধুরী নাসিম, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী-২ আসনের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা।

জনসভাস্থলে এসে মেয়র নাছির ও আলাউদ্দিন নাসিম বলেন, নিজাম হাজারীর নেতৃত্বে ফেনীতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে তাকেই পুনরায় নির্বাচিত করা উচিত।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ