ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কেন্দ্র পাহারার নামে নাশকতার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
কেন্দ্র পাহারার নামে নাশকতার প্রস্তুতি নিচ্ছে বিএনপি কর্মীসভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি কেন্দ্র পাহারার নামে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তারা নির্বাচন বর্জন করার ষড়যন্ত্র করছে। 

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের পাঁয়তারা চালাচ্ছে।

নির্বাচনের দিন কেউ নাশকতার চেষ্টা করলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন খোকন ও শিলারা ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ