ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পঞ্চগড়ে নৌকায় উঠলেন বিএনপি-জাগপার ৫০০ নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পঞ্চগড়ে নৌকায় উঠলেন বিএনপি-জাগপার ৫০০ নেতাকর্মী

পঞ্চগড়: আসন্ন সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মজাহারুল হক প্রধানের নির্বাচনী জনসভায় অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) পাঁচ শতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার জগদল হাইস্কুল মাঠে প্রধানের নির্বাচনী জনসভা শেষে রাতে বাবু, সালাম, রেজা, রবিউল ইসলামের নেতৃত্বে ওই নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন। মজাহারুল হক প্রধান ফুলের মালা দিয়ে তাদের আওয়ামী লীগে বরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম পল্লব, সহ-সভাপতি আব্বাস, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া, জেলা যুবলীগের তারেক, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ