ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নৌকা জিতলে বাংলাদেশ জিতবে: মীর্জা আজম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
নৌকা জিতলে বাংলাদেশ জিতবে: মীর্জা আজম বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

জামালপুর: জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, নৌকা জিতলে বাংলাদেশ জিতবে। দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ এ কে এম সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করতে প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভোটারদের কাছে বার বার যেতে হবে। কারণ তারা আমাদের মনিব। আমরা তাদের সেবক। দেশের উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে প্রতিটি ভোটারের কাছে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে করতে হবে। ’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বের দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। দেশের এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয়ের বিকল্প নেই। তাই জামালপুর-১ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদকে বিজয়ী করতে প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। ’

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইস্তিয়াক হোসেন হোসেন দিদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতির অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের দলীয় প্রার্থী সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ