ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘সরকার বদলের অস্থিরতা থাকলে দেশে উন্নয়ন হয় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
‘সরকার বদলের অস্থিরতা থাকলে দেশে উন্নয়ন হয় না’ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর

নীলফামারী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সরকার বদলের অস্থিরতা থাকলে দেশে উন্নয়ন হয় না। দেশের প্রতি যাদের নিষ্ঠা এবং ভালোবাসা আছে তাদেরই ক্ষমতায় বসানো দরকার। সেজন্য প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব সত্যটাকে গ্রহণ করা, অসত্যকে বর্জন করা।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নীলফামারী আইনজীবী সমিতি আয়োজিত বার লাইব্রেরির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা একজন ধার্মিকের কাজ না।

এই কাজটা যারা করেন তারা মূলত ইসলামের শত্রু। ইসলামের নাম করে যারা রাজনীতি করছেন তারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করছেন। ইসলাম যে শান্তির ধর্ম সেটাকে কলুষিত করছেন তারা। সমাজকে কলুষিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন। ’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে প্রমাণ হয়েছে বাংলাদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এর আগে যে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো দরকার। ’

মালয়েশিয়া-সিঙ্গাপুরের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ টানা ২১ বছর ক্ষমতায় ছিলেন। অপরদিকে টানা ৫১ বছর সিঙ্গাপুরের ক্ষমতায় ছিলেন লি কুয়ান ইউ। ফলে আজ তাদের এতো উন্নয়ন। ’

জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, আইনজীবী রমেন্দ্র বর্ধন, আইনজীবী আজাহারুল ইসলাম, আইনজীবী আল মাসুদ আলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ