ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ড. কামালকে মানুষ ঘৃণা করতে শুরু করেছে: তোফায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
ড. কামালকে মানুষ ঘৃণা করতে শুরু করেছে: তোফায়েল

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৭১ সালে যারা মায়ের কোল খালি করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলো, যারা আওয়ামী লীগকে নির্মূল করার চেষ্টা করেছে তাদের সঙ্গে ড. কামাল হোসেন হাত মিলিয়েছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) ভোলা-১ আসনে নৌকা প্রতীকে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ড. কামালকে নিয়ে প্রশ্ন উঠেছে, তার কার্যকলাপে প্রমাণ হয়েছে তিনি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন।

বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। এজন্য মানুষ তাকে ঘৃণা করতে শুরু করেছে।  

এরআগে, তোফায়েল আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতীকে ভোট চান।
 
এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যক্ষ সাফিয়া খাতুন, সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, যুবলীগ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

এদিন বিকেলে মন্ত্রী উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট বাজারে পথসভায় বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ