ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি প্রার্থীরা অদৃশ্য সংকেতের অপেক্ষা করছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বিএনপি প্রার্থীরা অদৃশ্য সংকেতের অপেক্ষা করছে

কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ঐক্যফ্রন্ট পথযাত্রা করছেন, বিএনপি নেতারা টেলিভিশনে টকশো করছেন, যা ইচ্ছে বলছেন কিন্তু তাদের নেতারা ভোটের মাঠে নামছেন না। এমন কোন কিছু ঘটেনি যে তারা মাঠে আসতে পারছেন না। তাদের কেউ নিষেধও করছেন না। 

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া ইউনিয়নের বিভিন্নস্থানে নিজের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

তথ্যমন্ত্রী বলেন, ধানের শীষের প্রার্থী প্রতীক বরাদ্দের আগে থেকেই বিএনপি প্রার্থীরা ঢাকায় বসে আছেন।

এসব বিষয় দেখে মনে হচ্ছে তারা ভোট চাইছে না। টকশো করে ভিত্তিহীন অভিযোগের পাহাড় তৈরি করছেন আর ষড়যন্ত্রের জ্বাল বুনছেন। মূলত তারা নির্বাচন নয়, একটি ওছিলা তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। কোন অদৃশ্য সংকেতের অপেক্ষা করছে তারা।

এ সময় জাসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ