ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঝিনাইদহে আ.লীগের ভোট অফিসে বিস্ফোরণ, ২০ হাতবোমা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ঝিনাইদহে আ.লীগের ভোট অফিসে বিস্ফোরণ, ২০ হাতবোমা উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে হাতবোমার বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন ।

বুধবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই উপজেলার চোরকোল বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার এসপি (সদর সার্কেল) কনক কুমার দাস বাংলানিউজকে জানান, চোরকোল বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বসে নেতাকর্মীরা ভোট নিয়ে আলাপ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অফিসের সামনে হাতবোমা বিস্ফোরণের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অফিসের সামনে থেকে ২০টি হাতবোমা উদ্ধার করে।

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮ আপডেট: ২১৫৫ ঘণ্টা
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ