ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ড. কামালের কোনো নীতি-আদর্শ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ড. কামালের কোনো নীতি-আদর্শ নেই

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে দল ২২ জন যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে তারা কিভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে। গ্রেনেড হামলা করে যারা প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিলো সেই ফাঁসির আসামি বাবরের স্ত্রীকেও মনোনয়ন দিয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতনিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঐক্যজোটের মধ্যে জামায়াতের লোক যারা ধানের শীষে নির্বাচন করছে, তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন ড. কামাল হোসেন।

তার কোনো নীতি আদর্শ নেই। জনগণ আজ ঐক্যবদ্ধ,  জনগণই তাদের বিচার করবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসম্বের ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ