ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শাহজাদপুরে বিএনপির ১ হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
শাহজাদপুরে বিএনপির ১ হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিএনপির প্রায় এক হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী হাসিবুর রহমান স্বপনের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন বিএনপির নেতা-কর্মীরা।  

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, সহ-সভাপতি ইলিমগীর মাসুদ জয়, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম হাবিবুল ইসলাম সাব্বির, উপজেলা বিএনপির দফতর সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আইয়ুব নবী, পৌর বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আলো, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আল মাহমুদসহ উপজেলা শাখা, পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের প্রায় এক হাজার নেতা-কর্মী।

 

উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ