ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গোমস্তাপুরে আ’লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
গোমস্তাপুরে আ’লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থীর জিয়াউর রহমানের ব্যক্তিগত নির্বাচনী কার্যালয়সহ তিন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল বের করে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী হেলমেট পরা দু’জন যুবক চলন্ত অবস্থায় রহনপুর বাজার বেগম কাচারি এলাকায় অবস্থিত নৌকার প্রার্থীর জিয়াউর রহমানের   ব্যক্তিগত প্রধান নির্বাচনী কার্যালয়সহ অন্য আরেকটি অফিসের সামনে এবং একই সময় একই কায়দায় শহরের কলেজ মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয় পালিয়ে যায়। এসময় প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে থাকা দুইজন আহত হন।  

তারা হলেন- রহনপুর পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি আদর আলী ও সাব্বির রহমান রনি। তাদের উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান ও গোমস্তাপুর   থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ