ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সোনাতলায় হামলার ঘটনায় বিচার দাবি আ’লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
সোনাতলায় হামলার ঘটনায় বিচার দাবি আ’লীগের আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সোনাতলা উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচারের পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি করেছে আওয়ামী লীগ।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো এমন দাবি করেন।

আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিএনপিপ্রার্থী কাজী রফিকুল ইসলাম লাঠিসোঁটাসহ শোডাউন দেন।

সেই শোডাউন থেকে নৌকার কর্মী-সমর্থকদের মারপিট করা হয়।

স্থানীয় আঞ্চলিক অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আচরণবিধি লঙ্ঘন করেন বিএনপির এই প্রার্থী। কিন্তু বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি ওই ঘটনার বিচার দাবি করেন।
 
উক্ত সংবাদ সম্মেলনে জিয়াউল করিম শ্যাম্পো ছাড়াও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ