ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শায়েস্তাগঞ্জে আ’লীগ অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
শায়েস্তাগঞ্জে আ’লীগ অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ছালেক মিয়া বাংলানিউজকে বলেন, রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর আওয়ামী লীগের অফিসে বসা ছিল।

এ সময় যুবদল ও ছাত্রদলের নেতারা মিছিল করে এসে এ অফিসে অতর্কিতে হামলা চালান। তারপর ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে গেলে তারা অফিসে ভাঙচুর করেন।

হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ