ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লালমোহনে দুর্বৃত্তদের হামলায় যুবলীগের ৩ নেতা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
লালমোহনে দুর্বৃত্তদের হামলায় যুবলীগের ৩ নেতা আহত

ভোলা: ভোলার লালমোহনে দুর্বৃত্তদের হামলায় যুবলীগের ৩ নেতাকর্মী আহত হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) উপজেলার লাঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- পশ্চিম চর উমেদ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সোহেল, ৮নং ওয়ার্ড যুবলীগ সম্পাদক সেন্টু ও ৯নং ওয়ার্ডের সম্পাদক মোশারেফ হোসেন।

তাদের লালমোহন হাসপাতপালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পশ্চিম চর উমেদ থেকে যুবলীগের সেন্টু, সোহেল ও মোশারেফ রিকশাযোগে লালমোহন উপজেলা সদরের দিকে আসছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাদের পথ গতিরোধ করে আতর্কিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিকে, বিএনপি নেতারা যুবলীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুর শাওন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে বলেন, ঘটনা শুনেছি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ