ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বাবার জন্য ভোট চেয়ে বিসিসি মেয়রের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
বাবার জন্য ভোট চেয়ে বিসিসি মেয়রের গণসংযোগ

বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী, আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন তার ছেলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

রোববার (২৩ ডিসেম্বর) বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, মাহবুব উদ্দিন (বীর বীক্রম), বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডের দলীয় কাউন্সিলর, আওয়ামী লীগের ৩০ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ