ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
সিলেটে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

সিলেট: সিলেট সদর উপজেলা ও মোগলগাঁও ইউনিয়নের বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

রোববার (২৩ ডিসেম্বর) রাতে মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ পয়েন্টে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় ড. মোমেনের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য মনু মিয়া, বাবুল আহমদ ও রফিক আহমদের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যোগদান করেন।

এসময় সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত, বিশিষ্ট অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ ড. একে আবদুল মোমেন তাদের স্বাগত জানান।

 

যোগদানকারী বিএনপি নেতারা জানান, ‘বর্তমান সরকারের শান্তি ও উন্নয়ন নীতি ও রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।  

যোগদার  অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ