ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘নারীর ক্ষমতায়নে কাজ করছেন শেখ হাসিনা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
‘নারীর ক্ষমতায়নে কাজ করছেন শেখ হাসিনা’ গণসংযোগ করছেন সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।ছবি: বাংলানিউজ

সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে পেছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নে কাজ করছেন।

যে কারণে বাংলাদেশের নারীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে কাজ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন।
 
সোমবার (২৪ ডিসেম্বর) নগরের শিবগঞ্জে মনিপুরি সম্প্রদায়ের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় সভায় ড. মোমেন এ মন্তব্য করেন।  

এসময় তিনি মনিপুরি তাঁতশিল্প ঘুরে দেখে এর প্রশংসা করে বলেন, মনিপুরি সম্প্রদায় তাঁতশিল্পকে বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে তাঁতশিল্পের ভূমিকা অপরিসীম। হস্তচালিত তাঁতে বছরে প্রায় ৭০ কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয়, যা অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৪০ ভাগ মিটিয়ে থাকে। বাংলাদেশের হস্তচালিত তাঁতশিল্প এদেশের সর্ববৃহৎ কুটিরশিল্প। নারীদের অংশগ্রহণসহ গ্রামীণ কর্মসংস্থানের দিক থেকে এর স্থান কৃষির পরে দ্বিতীয় বৃহত্তম। এই শিল্পকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশ মনিপুরি যুব সমিতির সভাপতি ফেলেন ধীরেন সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াই লাড় সিংহের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রদীপ সিংহ, চন্দ্রশেখর সিংহ বদর, ধর্মজিৎ সিংহ, চানমনি দেবি, জিতেন সিংহ, নীলমনি সিংহ, পরিমল সিংহ, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা হরিলাল সিংহ, শিবগঞ্জ মনিপুরি পূজা কমিটির সাধারণ সম্পাদক সৌরব সিংহ, সহ-সভাপতি খৈশনাম পুর্ণিমা, রাসেল সিংহ, আতিয়া মাইরাম, ছাত্রলীগ নেতা রজত সিংহ প্রমুখ।
 
এছাড়া দুপুর ১২টায় ড. মোমেন দক্ষিণ সুরমায় ২৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কলোনীতে নৌকার সমর্থনে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন- রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহিদুল হক, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলিম, রেলওয়ে শ্রমিক নেতা সজীব মালাকার, পরিতোষ ধর পাপ্পু, ইমাম উদ্দিন টিপু, রুহুল আমিন রুহেল, যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক শিশির সরকার, মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল, মুসাদ্দেক হোসেন মুসা, মুস্তাক আহমদ চৌধুরী রাকিব, ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, পুলক চক্রবর্তী, মামুনুর রশীদ মামুন, পিন্টু পাল তালুকদার, সেলিম, মুক্তার, নজরুল আলম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ