ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মাশরাফির জন্য ভোট চাইলেন স্ত্রী সুমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
মাশরাফির জন্য ভোট চাইলেন স্ত্রী সুমি মাশরফির নির্বাচনী প্রচারণায় স্ত্রী সুমি ও তার বোনেরা, ছবি: বাংলানিউজ

নড়াইল: আসন্ন নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকার প্রতীকে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য ভোট চাইলেন তার স্ত্রী সুমনা হক সুমি। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বামীর জন্য নৌকা মার্কায় ভোট চান তিনি।  

এর আগে ২২ ডিসেম্বর ঢাকা থেকে মাশরাফির সঙ্গে দুই সন্তানকে নিয়ে নড়াইলে যান সুমি।

পরদিন ২৩ ডিসেম্বর থেকে ভোটের মাঠে প্রচারণায় নামেন সুমি।  

তার সঙ্গে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন সুমির বোনরাও। সুমির দুই বোন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। সুমিসহ তারাও তাদের নিজ বাড়ি লোহাগড়ার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত অবধি মাশরাফির জন্য ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মাশরাফির শ্বশুরবাড়ির লোকজনের উদ্দেশে সুমনা হক সুমি বলেন, আমি আপনাদের মেয়ে, আপনাদের সন্তান। তাই আপনাদের মেয়ে জামাই মাশরাফি বিন মর্তুজাকে বিজয়ী করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।  

‘আমি আশা করি, বিপুল ভোটের ব্যবধানে আপনাদের জামাইকে জয়ী করবেন। এটাই আপনাদের কাছে মেয়ে হিসেবে আমার চাওয়া। ’

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ