ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মুক্তিযোদ্ধাদের কল্যাণেই কাজ করে যাবো: বাদশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
মুক্তিযোদ্ধাদের কল্যাণেই কাজ করে যাবো: বাদশা প্রচার মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মী, ছবি: বাংলানিউজ

রাজশাহী: সারাজীবন মুক্তিযোদ্ধাদের পাশে ছিলাম, আগামীতেও থাকব। একাত্তরে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তাই মুক্তিযোদ্ধাদের কল্যাণেই কাজ করে যাবো।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মুক্তিযোদ্ধাদের এক পথসভায় এ কথা বলেন রাজশাহী-২ (সদর) আসনের ১৪ দল মনোনীত এবং মহাজোট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশা।

বাদশা বলেন, একাত্তরে অনেক রক্তের বিনিময়ে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি।

আমাদের এ দেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক তা চাই না। এ জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মহাজোট প্রার্থী বলেন, আমি এবার নির্বাচিত হতে পারলে রাজশাহীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা করবো। মুক্তিযোদ্ধাদের সম্মানে সরকারি যানবাহনে তাদের বিনাভাড়ায় যাতায়াতের সুযোগ করে দেবো। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্যই আমরা এ দেশ পেয়েছি। তাই তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়া সবার দায়িত্ব।

বাদশা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ অনেক বাড়িয়েছেন। আগামীতে এটি আরও বৃদ্ধি করার পরিকল্পনা আছে। অতীতের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সরকারগুলো মুক্তিযোদ্ধাদের নিয়ে এতোটা ভাবেনি। তাই বর্তমান সরকারকেই আবার ক্ষমতায় আনার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিট, মুক্তিযোদ্ধা , মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও প্রজন্ম ৭১ আয়োজিত এক প্রচার মিছিল শেষে পথসভায় তিনি বক্তব্য দেন।

নির্বাচনে ফজলে হোসেন বাদশাকে বিজয়ী করার লক্ষ্যে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা ছাড়াও নগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আবদুল মান্নান, ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার সফিকুর রহমান রাজা, জেলা কমান্ডের সাবেক সদস্য ইয়াসিন মোল্লা, মতিউর রহমান, রাজপাড়া থানার সাবেক কমান্ডার শুকুর উদ্দিন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নগর কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বজলুর রহমান, এন্তাজুল হক বাবু, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মে র আহ্বায়ক আবদুল হাকিম, সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মে র সভাপতি আবদুল মতিন, সম্পাদক রফিউদ্দৌলা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ