ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিরাজগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
সিরাজগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশ চন্দ্র সাহার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২ জানুয়ারি) ভোরে ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তবে আগুনে পাঁচটি খড়ের পালা পুড়ে গেলেও বাড়ি-ঘরের কোনো ক্ষতি হয়নি।
     
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি-জামায়াতের লোকেরা জগদীশ চন্দ্র সাহার বাড়িতে আগুন দেন। এর আগেও ১১ ডিসেম্বর রাতে তারা ওই নেতার বাড়ির পেছনে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ