ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কু‌ষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আ’লীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
কু‌ষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আ’লীগ কর্মী নিহত স্বজনদের আহাজারি। ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় মঈনুদ্দিন বিশ্বাস নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। 

রোববার (০৬ জানুয়া‌রি) ভোরে এ ঘটনা ঘটে।

একই এলাকার বাসিন্দা মঈনুদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, দীর্ঘদিনের বিরোধের জেরে ভোরে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ’ কর্মী-সমর্থক লাঠিসোটা নিয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালান। এসময় চেয়ারম্যানের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করতে গেলে প্রতিপক্ষের লোকজন মঈনুদ্দিনকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় মঈনুদ্দিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, উত্তেজনা নিরসনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ