ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লাকসামে নির্বাচনী সহিসংতায় আহত আ’লীগ নেতার মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
লাকসামে নির্বাচনী সহিসংতায় আহত আ’লীগ নেতার মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী সহিসংতায় আহত আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ মারা গেছেন।

বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জেলার লাকসাম উপজেলার ১ নং বাকই ইউনিয়নের কৈত্রা ভোটকেন্দ্রে বিএনপি-কর্মীদের হামলায় তিনি আহত হয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ফয়জুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার পাল।

ওসি জানান, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন বাড়ির পাশে কৈত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি-কর্মীদের হামলায় আহত হয়েছিলেন উপজেলার বাকই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফয়জুল্লাহ। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লার একটি হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এর আগে ওই হামলার ঘটনায় ভোটের দিন রাতে নিহতের ছেলে ফয়সাল বাদী হয়ে স্থানীয় বিএনপি-কর্মী নাছির উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় এরইমধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ