ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সাঘাটা-ফুলছড়ি আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনায় উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। দেশের প্রতিটি ক্ষেত্রে আজ প্রযুক্তির ছোঁয়া লেগেছে। ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের সারিতে গিয়ে দাঁড়াবে।

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফজলে রাব্বি মিয়া বলেন, সাঘাটা-ফুলছড়ির মানুষের কাছে আমি সারাজীবন চিরঋণী থাকব।

তারা টানা সাত বার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।

এ সময় তিনি সাঘাটা-ফুলছড়ি উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন সরকার, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ