ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘পেট্রোল দিয়ে মানুষ মারা দলকে জনগণ ভোট দেয়নি’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
‘পেট্রোল দিয়ে মানুষ মারা দলকে জনগণ ভোট দেয়নি’  জহিরুল হক খোকাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বিএনপি তথা ঐক্যফ্রন্ট দেশের গণতন্ত্রকে নসাৎ করতে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। 

তিনি বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে পেট্রোল দিয়ে মানুষ মারা দল বিএনপিকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। ফলে তারা ভোট পায়নি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে গণতান্ত্রিক বিশ্ব অভিনন্দন জানিয়েছে। ইতিহাসে এ প্রথম নির্বাচনে কম সহিংসতা হয়েছে। দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বাধীন অসাম্প্রদায়িক শক্তির পক্ষে গণরায় দিয়েছে।  

সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর আদালত প্রাঙ্গণে জেলা তাঁতী লীগের বর্ধিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।  

পরে তাঁতী লীগের নতুন কমিটির নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অ্যাডভোকেট খোকা রাজপথেই ঐক্যফ্রন্টের ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে তাঁতী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন।  

এই সময় জেলা তাঁতী লীগের আহবায়ক তাজুল ইসলাম জুয়েল, সদস্য সচিব আমানুল ইসলাম জলিল, যুগ্ম আহবায়ক মো: রাজীব আহম্মেদ রাজু, মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ