ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গানে গানে চলছে আ’লীগের বিজয় সমাবেশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
গানে গানে চলছে আ’লীগের বিজয় সমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে দলটির মহাসমাবেশ।

শনিবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে যোগ দেবেন। তবে এরইমধ্যে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশ।

বেলা সাড়ে ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর পর এখন পর্যন্ত সংগীত পরিবেশন করেছেন লোকশিল্পী শাহে আলম, সংগীতশিল্পী রফিকুল আলম, স্পন্দন শিল্প গোষ্ঠীর শিল্পী জানে আলম। গান পরিবেশনের তালিকায় আরও রয়েছেন  ফাহমিদা নবী, মমতাজসহ দেশবরেণ্য শিল্পীরা।  

তাদের পরিবেশনার মধ্যে রয়েছে দেশাত্মকবোধক গান, আওয়ামী লীগের দলীয় সংগীত, শেখ হাসিনাকে নিয়ে গান এবং কবিতা আবৃত্তি। গানের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করছেন নেতাকর্মীরা।

দুপুরের আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তাদের হাতে দেখা যায় নৌকার প্রতিকৃতি, রঙ-বেরঙের বেলুন-ফেস্টুন। নারী কর্মীদের সাজতে দেখা যায় লাল-সবুজ শাড়িতে। পুরুষদের গায়ে লাল-সবুজ টি-শার্ট এবং মাথায় লাল-সবুজেরই ক্যাপ। দুপুর নাগাদ জাতীয় পতাকার রঙিন পোশাকে বর্ণিল হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

মঞ্চে এরইমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগে শীর্ষ নেতারা। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এসকে/এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ