ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘জনপ্রিয়তা থাকলে উপজেলা নির্বাচনে এসে প্রমাণ করুক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
‘জনপ্রিয়তা থাকলে উপজেলা নির্বাচনে এসে প্রমাণ করুক’ বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির যদি জনপ্রিয়তা থাকে তাহলে তারা উপজেলা নির্বাচনে এসে তা প্রমাণ করুক। এই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তবে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটিতে আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

হানিফ বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন দেশবিরোধী ও পাকিস্তানের এজেন্ট।

দেশের মানুষের জন্য আপনারা কি করেছেন যে মানুষ আপনাদের ভোট দেবে? দেশের কল্যাণের জন্য, জনগণের জন্য আপনারা কিছুই করেননি। তাই জনগণ আপনাদের ভোট দেয়নি’।  

এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা সেলিম হাসান দিনার প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ