ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মনোহরদীতে আওয়ামী লীগের একক প্রার্থী স্বপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
মনোহরদীতে আওয়ামী লীগের একক প্রার্থী স্বপন

নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে নজরুল মজিদ মাহমুদ স্বপনের নাম ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে প্রার্থীর নাম ঘোষণা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া। নজরুল মজিদ মাহমুদ স্বপন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ।

 

সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ