ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দ্বিতীয় ধাপে আ’লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ১২২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
দ্বিতীয় ধাপে আ’লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ১২২

ঢাকা: দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২২ জন দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডে সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়৷ 

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিক প্রকাশ করেন।  

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপের এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

যুদ্ধাপরাধীদের পরিবার থেকে উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে এ অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এমন কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে। প্রয়োজনে মনোনয়ন বাতিল করা হবে।

প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে>>

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ