ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় বৌদ্ধ বিহারে প্রার্থনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় বৌদ্ধ বিহারে প্রার্থনা

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০টায় এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর সদ্য নিযুক্ত বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি, মি. নেত্রসেন বড়ুয়া, প্রকৌশল দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, নির্বাহী সভাপতি মি. অশোক বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্যের সভাপতি মি. রাহুল বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ