ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে ছাত্রলীগ নেতাকে কোপালো দুর্বৃত্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
সিলেটে ছাত্রলীগ নেতাকে কোপালো দুর্বৃত্তরা আহত ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি দেব ও কলেজে পুলিশ, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের মদন মোহন কলেজ ক্যাম্পাসে ঢুকে নগরীর ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি দেবকে কুপিয়েছে দুর্বৃৃত্তরা। এতে রকিসহ আরও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ১০/১৫ জন একদল দুর্বৃত্ত রাম দা হাতে মদন মোহন কলেজের প্রধান ফটক দিয়ে ঢুকে ছাত্রলীগের নেতা রকিকে ধাওয়া করে কুপিয়ে জখম করেন।

এ সময় ভয়ে সাধারণ ছাত্রছাত্রীরা এদিক ওদিক পালাতে গিয়ে পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। হামলাকারীরা এম সাইফুর রহমান হলসহ বিভিন্ন অনুষদে ঢুকে হামলা চালায়। পরে কলেজের পেছনের গেট দিয়ে তারা সটকে পড়েন।

এদিকে হামলায় আহত রকিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে হামলাকারীরা পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ