ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পাথরঘাটায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
পাথরঘাটায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

পাথরঘাটা (বরগুনা): দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাথরঘাটা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরী সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকটে মো. জাবির হোসেন বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে দলীয় মনোনীত প্রার্থীকে সমর্থন না দিয়ে নিজে উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে মোস্তফা গোলাম কবির বাংলানিউজকে বলেন, যারা বহিষ্কার করেছে তাদের বহিষ্কার করার ক্ষমতা নেই। আমার জনপ্রিয়তা দেখে তারা বেহুশ হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ