ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাশেম ওরফে প্যানা হাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করার পর রাতে অসুস্থ পড়লে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত হাশেম শহরের মালশাপাড়া মহল্লার বাসিন্দা।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, শাহজাদপুর উপজেলার ভগিরত পুঠিয়া এলাকার বাসিন্দা মের্সাস আইএম কনস্ট্রাকশনের মালিক বালু ব্যবসায়ী ইউসুফ আলী সদর উপজেলার বেলুটিয়ার চর ও বিসিক শিল্পপার্ক এলাকায় নিজস্ব ড্রেজারের মাধ্যমে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করতেন। এ অবস্থায় আওয়ামী লীগ নেতা হাশেম ও তার লোকজন চাঁদা দাবি করেন এবং ড্রেজারের তেল নিয়ে নিয়ে যান। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন তারা।

এ ঘটনায় বালু ব্যবসায়ী ইউসুফ আলী বাদী হয়ে হাশেমসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

হাশেমকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তিনি অসুস্থ্য হয়ে পড়লে শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ্য হয়ে উঠলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ