ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় ছাত্রলীগের আনন্দ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৯
খুলনায় ছাত্রলীগের আনন্দ মিছিল ছাত্রলীগের আনন্দ মিছিল, ছবি: বাংলানিউজ

খুলনা: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২ টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় আনন্দ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, হাসান চৌধুরী, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান রুবলে, মাহামুদুল হাসান শাওন, ইখতিয়ার মোল্লা, ঝলক বিশ্বাস, আমির মোমেন রানা, আবু সাইদ খান, সোহান হোসেন শাওন, আরাফাহ হোসেন মিয়া, তানভীর রহমান আকাশ, মৃণাল কান্তি বাছাড়, শুভ সেন, ফারহান অভি, আশিকুজ্জামান তানভির, কাজী নাজিব, আসাদুজ্জামান সানি, চিশতী নাজমুল বাসার সম্রাট, শাহীন আলম, বাধন হালদার, দিবাকর সাহা, জহির আব্বাস, মো. রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, আব্দুর রহমান, কবিরুল ইসলাম, শেখ রাসেল, শরিফুল ইসলাম তনু, মোফিজুর রহমান মুন্না, আলমগীর হোসেন রাজু, সাদিয়া আক্তার অন্তরা, মেহেদী হাসান মান্না, মেহেদী হাসান সুজন, রেজোয়ান মোড়ল, বায়জিদ সিনা ও চয়ন বালা প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ছাত্রলীগের নেতারা ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও নতুন কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও  সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ কেন্দ্রীয় সব নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশসময়: ১৪৩০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ