ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঝিনাইদহ জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ২১, ২০১৯
ঝিনাইদহ জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, আমিরুল ইসলাম মিলন ও পারভীন জামান কল্পনা।

এতে বক্তব্য রাখেন- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস প্রমুখ।

এসময় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান। সেসঙ্গে আগামী অক্টোবরে জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সেপ্টেম্বরের মধ্যেই জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ করার নির্দেশনা দেন নেতারা।  

এসময় জেলার ৬ উপজেলা, সব পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ