ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বান্দরবানে অপহৃত আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৯
বান্দরবানে অপহৃত আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানে অপহৃত পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াই মং মার্মার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) দুপুরের দিকে দিকে সদর উপজেলার উজি হেডম্যান পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছি।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ওই এলাকার খামার বাড়ির এক কিলোমিটার দূরে গহীন জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।  

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ও বান্দরবাস সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর বাংলানিউজেক বলেন, চথোয়াই অং মার্মার মরদেহের সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশসহ নেতাকর্মীরা রওনা হয়েছেন।

গত ২২ মে (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উজি হেডম্যান পাড়ার বাগান বাড়ি থেকে আওয়ামী লীগের ওই নেতাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ