ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘অভিশাপের কারণেই খালেদা জেলে, তারেক পলাতক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, মে ৩০, ২০১৯
‘অভিশাপের কারণেই খালেদা জেলে, তারেক পলাতক’

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী বলেছেন, হত্যার শিকার হওয়া নেতাকর্মীদের অভিশাপের কারণেই খালেদা জিয়া জেলে রয়েছেন আর তার ছেলে তারেক জিয়া রয়েছেন পলাতক।

বুধবার (২৯ মে) দুপুরে জেলার শিবচরের ভান্ডারিকান্দি এলাকায় একটি সেতুর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নূর-ই আলম চৌধুরী বলেন, আজকে জাতীয় পার্টির অবস্থা কি দেখেন? বঙ্গবন্ধুকে হত্যার পরে কিছুদিন হয়তো তারা জোর করে ক্ষমতায় ছিল, কিছুদিন হয়তো ক্ষমতার দাপট দেখিয়েছে কিন্তু রক্তের ঋণ কখনো বৃথা যায় না।

শিবচরের ভান্ডারীকান্দি ইউনিয়নের মরা আড়িয়াল খাঁ নদীর উপর ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ