ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি বিলুপ্তির পথে: তোফায়েল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুন ২, ২০১৯
বিএনপি বিলুপ্তির পথে: তোফায়েল 

ভোলা: বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা সদর আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন লুটপাট ছাড়া কিছু করেনি। আজকে বিএনপির করুণ অবস্থা। বিএনপি বিলুপ্তির পথে।

রোববার (০২ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থদের মধ্যে তোফায়েল আহমেদ জাকাতের শাড়ি, লুঙ্গি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একটা নির্বাচনী এলাকায় ৪/৫ জন নমিনেশন দিয়েছে।

যে টাকা বেশি দিয়েছে তাকে নমিনেশন দিয়েছে। তাই এ দল টিকতে পারেনা।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ন-সম্পাদক জহুলুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ