ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

উইন্ডিজের সঙ্গে জয়ে টাইগারদের অভিনন্দন কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
উইন্ডিজের সঙ্গে জয়ে টাইগারদের অভিনন্দন কাদেরের

ঢাকা: বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার (১৭ জুন) এক বার্তায় মন্ত্রী টাইগারদের সফলতা কামনা এবং জয় সামনে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বাংলানিউজকে এ তথ্য জানান।

টনটনে অনুষ্ঠিত খেলায় এ জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ। টাইগাররা এখন পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আগামী ২০ জুন বাংলাদেশ দল খেলবে পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ