ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ফেনীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
ফেনীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ছবি: বাংলানিউজ

ফেনী: বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে ফেনীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৩ জুন) সকালে শহরের জেল রোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এরপর দুপুরে ফেনী পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশ মিলিত হয়।

সেখানে নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ‍উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, হাফেজ আহম্মদ, দফতর সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান এ কে শহীদ উল্যা খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি করিম উল্লাহ বিকম, ফেনী পৌর সভাপতি আয়নুল কবির শামীমসহ যুবলীগ, ছাত্রলীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ