ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রাজবাড়ীতে হাতুড়ি বাহিনীর হামলায় আ’লীগ নেতাসহ আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
রাজবাড়ীতে হাতুড়ি বাহিনীর হামলায় আ’লীগ নেতাসহ আহত ২

রাজবাড়ী: রাজবাড়ীতে হাতুড়ি বাহিনীর হামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত কুমার চক্রবর্তী ও শিল্পপতি মো. আলাউদ্দিন মিয়া গুরুতর আহত হয়েছেন।

সোমবার (০৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার খানখানাপুর জমিদার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা রাজবাড়ীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।


 
প্রদীপ্ত কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দ্বি-বার্ষিক কাউন্সিল ছিল। সেখান থেকে প্রাইভেটকারে রাজবাড়ীতে ফিরছিলাম। তখন বন্ধু আলাউদ্দিন মিয়াও সঙ্গে ছিল। আমরা খানখানাপুর জমিদার ব্রিজের কাছে পৌঁছালে ৮/১০টি মোটরসাইকেল পথরোধ করে। এসময় সন্ত্রাসীরা গাড়ির কাঁচ ভেঙে হাত, বুকসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। সবার মাথায় হেলমেট থাকার কারণে কাউকে চেনা যায়নি।  

এদিকে খবর পেয়ে জেলা, পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের দেখতে যান। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলার প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ